• রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

যেসব বিশ্ববিদ্যালয় থেকে ভাঙা হলো মুজিব ও হাসিনার স্থাপনা

নিজস্ব প্রতিবেদক / ৫২ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়। এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধাসদনেও আগুন দেন তারা।

ধানমন্ডির এ ঘটনার পরপরই রাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে করা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়। পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়, ভেঙে ফেলা হয় নামফলকও।

জানা যায়, বুধবার রাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল অপসারণ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, ভেঙে ফেলা হয় নামফলক।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিতে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাংচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ নামকরণ করেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামারুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নামফলক ভেঙে ফেলেন। এছাড়াও ক্যাম্পাস জুড়ে থাকা মুজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রজনতা।

শেখ মুজিব পরিবারের নামে থাকা ম্যুরাল ও নামফলক ভেঙ্গে মুছে দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে পূর্বঘোষণা অনুযায়ী জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় তারা হাতুড়ি, শাবল দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন এবং দশতলা ভবনের নৌকার আদলে তৈরি নামফলক ভেঙে দেয় তারা। এছাড়াও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ক্যাম্পাসের অন্যান্য নামফলকে ভাঙচুর চালায় তারা।

বুধবার রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন সংলগ্ন শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা এবং মির্জা আজমের ম্যুরাল ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন তারা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে। এছাড়া পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে।

শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়। জুতা নিক্ষেপ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল হলে এসে শেষ হয়। এসময় শেখ পরিবারের নামে কোনো স্থাপনা থাকবে না বলে ঘোষণা দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ