• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বরিশালের বিপক্ষে ফাইনাল নিয়ে যা বলছেন চট্টগ্রাম কোচ

স্পোর্টস ডেস্ক / ৪৮ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

চলমান বিপিএলের শুরুতে ভালো করলেও মাঝপথে খেই হারিয়েছিল চিটাগাং কিংস। তবে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে তারা খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এ নিয়ে চিটাগাং ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠল, যদিও আগেরবার তাদের ফিরতে হয়েছে হতাশা নিয়ে। আগামীকাল (শুক্রবার) একাদশ বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মুখোমুখি হবে।

তার আগে আজ (বৃহস্পতিবার) ফাইনাল নিয়ে দলটির প্রধান কোচ শন টেইট কথা বলেছেন। এ সময় বরিশালকে ভালো দল দাবি করে টেইট বলেন, ‘অবশ্যই ভালো দল। তাদের দলে অনেক ভালো মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই। বরিশালকে অনেকে ফেবারিট বলতে পারে, সমস্যা নেই। আমরাও ভালো দল।’

এ সময় তিনি শামীম পাটোয়ারীর ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন, ‘শামীম পাটোয়ারীর কথাই ধরুন, সে ছয় নম্বরে ব্যাটিং করছে। সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দেয় সে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। তবে সব সময় আপনি সবকিছু পাবেন না।’

দলের ব্যাটিং গভীরতা নিয়ে টেইট বলেন, ‘অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে ঝুঁকি নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। পাশাপাশি নিজেদের প্লেয়ারদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় এগুলো আপনার পক্ষে যাবে, আবার বিপক্ষেও যাবে অনেক সময়। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি। টুর্নামেন্টের বেশিরভাগ অংশে আমাদের ব্যাটাররা দারুণ কাজ করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ