• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

এনটিআরসিএ’র জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান কিংবা গ্রন্থাগারিক নিয়োগের ক্ষমতা ছিল না সংস্থাটির। ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হত। এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল।

এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থাগারিক সব পদেই নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসিএ। এর মধ্যে নিয়োগের দ্বৈত নীতির পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার প্রস্তাব করেছেন। এ প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসিএ’র কাছে মতামত চাওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো।’

 

প্রস্তাবনায় এনটিআরসিএ’র আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিআইএর প্রস্তাবনা অনুযায়ী প্রধান শিক্ষকসহ আরও কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়া হতে পারে। এনটিআরসিএর মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অজুহাত দিত প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ। এর মধ্যে এনটিআরসিএ’র কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান না হওয়ার যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র কাছে দেওয়ার দাবি ওঠে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার বিষয়য়ে ইতিবাচক চিন্তা করছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হতে পারে।

 


এই ধরণের আরও সংবাদ