র্যাব-০১, র্যাব-০৮ ও রাজাপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
বরিশাল র্যাব-০৮ এর মেজর সোহেল রানা ও রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন আটকের বিষয়টি
নিশ্চিত করেছেন।
ওসি জানান, বখাটে নাজমুলের সাথে মনমালিন্য হয়। কথা কাটাকাটির
একপর্যায়ের রাজমিস্ত্রি আবুল বাশার তার প্রতিটি কথার কঠোর উত্তর দিলে নাজমুল তার উপর
ক্ষিপ্ত হয়। এরপরে নাজমুল ফোন করে আবুল বাশারকে গালিগালাজ করে।
রবিবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের শুক্কুরের চায়ের দোকানের সামনে আবুল বাশারকে একা পেয়ে নাজমুল এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে পালিয়ে
যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসার
এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল বাশার ওই এলাকার মৃত
মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে।
তিনি আরো জানান, আবুল বাশারকে হত্যার ঘটনায় তার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সোমবার
দুপুরে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীকে গ্রেফতারে তৎপর হয়
আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দুপুরে ঢাকা র্যাব-০১, বরিশাল র্যাব-০৮ ও রাজাপুর থানা পুলিশের
একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে।