কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান (৬০)।
মঙ্গলবার (৪ফেব্রæয়ারি ) সকাল সাড়ে ৮টার
দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত
করেছেন ইউপি সদস্য শওকত হোসেন বাদল। তিনি জানান, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান কিডনিজনিত
রোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
কিছুদিন আগে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিলো। মঙ্গলবার
সকালে তিনি মারা যান। এর আগে ২০২৩ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক
হোসেন খান নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান নির্বাচনের আগে
তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।